ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ১০ অনুসারে গোপালগঞ্জ জেলার সকল ইউনিয়নে ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে এবং প্রবিধানমালা ২০১৩ অনুসারে সকল উপজেলা ও সকল ইউনিয়নে ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রায় ৯,০০০ (নয় হাজার) টি লিফলেট, ক্যলেন্ডার ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষন কেন্দ্র, ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন বাজারে সচেতনতামূলক সভা অয়োজন করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের মোবাইল টিম কর্তৃক প্রায় ২৯,৯৬,৪২৫/-(ঊনত্রিশ লক্ষ ছিয়া নব্বই হাজার চারশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। মোট ২৪ জন অভিযোগকারীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৭৬(৪) ধারায় আদায়কৃত জরিমানার ২৫% হিসেবে প্রায় ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা কার্যালয়ের আওতাধীন সকল উপজেলায় সেমিনার আয়োজন করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন করা হয়েছে। ভোক্তাদের অভিযোগ গ্রহণের লক্ষ্যে জেলা কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ভোক্তাগণ সহজে ই-মেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করছেন। গোপালগঞ্জ জেলা ও জেলার প্রতিটি উপজেলায় ১৫ মার্চ ২০২৪ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস